সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের মোবাইল চুরি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ১৮:০৩ | অনলাইন সংস্করণ
মাল্টিমিডিয়া ডেস্ক:
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের কারামুক্তি উপলক্ষে নিউজ কাভারেজ করার সময় এক দুঃখজনক ঘটনা ঘটে। দৈনিক আমার বার্তা'র কেরানীগঞ্জ (মাল্টিমিডিয়া) প্রতিনিধি ইস্পাহানী ইমরানের মোবাইল ফোন চুরি হয়ে যায়।
ইমরান জানিয়েছেন, সংবাদ সংগ্রহের সময় কারাগারের সামনে ছিল ব্যাপক ভিড়। লুৎফুজ্জামান বাবরের মুক্তি নিয়ে সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষের উপচেপড়া উপস্থিতির মধ্যে তার মোবাইল ফোনটি অজান্তেই চুরি হয়ে যায়।
তিনি আরও বলেন, "আমার মোবাইল ফোনে গুরুত্বপূর্ণ তথ্য ও নিউজ ফাইল ছিল। ঘটনাটি খুবই হতাশাজনক। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছি।"
এদিকে, সাংবাদিকদের নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেরানীগঞ্জের স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তারা এমন ঘটনাকে পেশাগত কাজে বাধা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছেন।
সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।