সরাইলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালিত

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৬ | অনলাইন সংস্করণ

  আতিকুল ইসলাম (মাল্টিমিডিয়া প্রতিনিধি) সরাইল :

ছবি:আমার বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কেক কাটা, আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে পালিত হলো বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন। রবিবার (১৯ জানুয়ারি) বাদ আসর সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া সূর্যমুখী কিন্ডারগার্টেন স্কুলে  উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়। 

এসময় আলোচনা সভায় সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সহ- সভাপতি আজমল হোসেন ছোটন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাষ্টার, উপজেলা জাসাস এর আহ্বায়ক রিপন ঠাকুর, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মীর ওয়ালিদ, উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা জিয়াউর রহমান প্রমুখ।

এছাড়াও এসময় সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।