নাসিরনগরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৫, ২১:৪৬ | অনলাইন সংস্করণ

  নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ছবি:আমার বার্তা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন করেছে নাসিরনগর  উপজেলা বিএনপি। 

রবিবার (১৯ জানুয়ারী ২০২৫) সকাল ১০ টায় নাসিরনগর সরকারী কলেজ গেইট সংলগ্ন চেয়ারম্যান মার্কেটের সামনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সহ-সভাপতি এ কে এম খালেদ এর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক  আমিরুল হোসেন চাকদার এবং ইয়াসিন পাঠান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, বিশেষ অতিথি বক্তব্য রাখেন  নাসিরবগর উপজেলা বি এন পির সহ-সভাপতি মোঃ আয়ুব খান, সহ-সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক (২) বসির উদ্দিন চৌধুরী। 

এ ছাড়াও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদল, যুবদল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তৃিতায় বলেন,শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষনার পরই দেশের মানুষ স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।