চলন্ত বাসে ডাকাতি ও যৌন নির্যাতনের ঘটনায় তিন জন গ্রেপ্তার

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাজশাহীগামী চলন্ত বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নির্যাতনের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাতে টাঙ্গাইল জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, মামলা হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৩টি লুট হওয়া মোবাইল ফোন, ১টি ছুড়ি ও নগদ ২৯ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার তিন আসামি হলো– মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মুহিত, শরীয়তপুরের জাজিরার সবুজ ও ঢাকার সাভারের শরিফ। তারা সবাই আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। শুক্রবার রাতে ঢাকার সাভার থেকে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ঢাকার গাবতলী থেকে রাজশাহীগামী ইউনিক রোড রয়েলস বাসে ডাকাতি ও নারী যাত্রীদের যৌন নির্যাতনের ঘটনা ঘটে। তিন দিন পর শুক্রবার সকালে টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা দায়ের করা হয়।

বাসের যাত্রী ওমর আলী বাদী হয়ে অজ্ঞাত ৮ থেকে ৯ জনকে আসামি করে মামলাটি করেন। মামলার পর পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামে।


আমার বার্তা/এমই