আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা রাব্বির ১০ লাখ টাকার ঋণ মওকুফ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মাগুরা জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বির ১০ লাখ টাকার ঋণ মওকুফের ঘোষণা দিয়েছে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড (কালব)।

শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মাগুরা আদর্শ কলেজ অডিটোরিয়ামে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড মাগুরা সদর উপজেলা শাখা আয়োজিত বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঋণ মওকুফের ঘোষণা দেন প্রতিষ্ঠানটির ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস।

অনুষ্ঠানে মাগুরা সদর উপজেলা শাখার চেয়ারম্যান মো. শাহাজান মৃধার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘গ’ অঞ্চলের পরিচালক শেখ সহিদুল ইসলাম, মাগুরা সদর উপজেলা সমবায় কর্মকর্তা বিরাজ মোহন কুন্ডু, আদর্শ কলেজ অধ্যক্ষ শ্যামল কুমার বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ট্রেজারার নরেশ চন্দ্র বিশ্বাস বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন মেহেদী হাসান রাব্বি। তিনি এই আর্থিক প্রতিষ্ঠানের একজন সম্মানিত সদস্য ছিলেন। মৃত্যুর ৮ মাস আগে তিনি ১০ লাখ টাকার ঋণ গ্রহণ করেন। প্রতিষ্ঠানটির কাছে তার সর্বশেষ ঋণের পরিমাণ ৭ লাখ ৭৬ হাজার টাকা। বিগত সময়ে তিনি ঋণ খেলাপী না হওয়ায় মানবিক দিক বিবেচনায় তার বকেয়া ঋণের অর্থ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কালব তার জন্য যে সহানুভূতি দেখালো এটা খুবই দৃষ্টান্ত হয়ে থাকবে।

কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড মাগুরা সদর উপজেলা শাখার চেয়ারম্যান মো. শাহাজান মৃধা বলেন, মাগুরা সদর উপজেলা শাখার আবেদনের প্রেক্ষিতে কালব মিউচুয়াল এইড সার্ভিসেসের আওতায় মানবিক দিক বিবেচনায় ঋণ নিরাপত্তা বেনিফিট বাবদ শহীদ রাব্বির বকেয়া ঋণ মওকুফ করা হয়েছে। এ জন্যে কালব লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা শহরের ঢাকা রোড পারনান্দুয়ালী ব্রিজ এলাকায় গুলিতে শহীদ হন মাগুরা জেলা ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি। তিনি মাগুরা শহরের বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে। মৃত্যুর কয়েক মাস আগে রাব্বি বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার মৃত্যুর ৪ মাস পর ১১ ডিসেম্বর স্ত্রী রুমি খাতুন একটি কন্যা সন্তানের জন্ম দেন।


আমার বার্তা/এমই