২২ দিন বন্ধ থাকার পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে বোল্ডার আমদানি শুরু

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৩ | অনলাইন সংস্করণ

  লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে ভারত ও ভুটানের বোল্ডার পাথর আমদানি মুল্য কমানোর দাবিতে গত ১ ফেব্রুয়ারী থেকে পাথর আমদানি বন্ধ রেখেছিল বুড়িমারী আমদানি ও রপ্তানিকারক এসোসিয়েশন। টানা ২২ দিন বন্ধ থাকার পর আবারও শুরু বোল্ডার আমদানি। পাথর আমদানিতে কোন বাধা থাকলো না বলে নিশ্চিত করেন আমদানি রপ্তানিকারক এসোসিয়েশন ও সিএন্ডএফ এসোসিয়েশন। 

রবিবার (২৩ ফেব্রুয়ারী) দুপুরের পর বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটান থেকে বোল্ডার পাথর আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন আমদানি -রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি। 

গত বৃহস্পতিবার বৈদেশিক বাণিজ্য নিয়ে আলোচনা ও বোল্ডার রপ্তানি সমস্যা নিয়ে বৈঠক করেছিলেন ভারত- বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিরা। এতে উভয় দেশের ১৫ জন করে মোট ৩০ জন প্রতিনিধি বৈঠকে অংশ নিয়ে বোল্ডার আমদানি ও রপ্তানি নিয়ে আলোচনা করা হয়। 

বৈঠকের পর ব্যবসায়িক প্রতিনিধিরা জানান, বোল্ডার দাম নিয়ে যে একটা সমস্যা ছিল সেটিতে আর কোন বাধা থাকলো না,
আমদানিকারকরা অনায়াসে রপ্তানিকারকদের সাথে যোগাযোগ করে ব্যবসা করতে পারবে। তবে তাদের যে গাড়ি ভাংচুরের যে বিষয়টি আমাদের তুলে ধরেন তা আমরা সতর্কতার সহিত দেখবো এবং শতভাগ নিরাপত্তার সহিত ব্যবসায়িক উভয় দেশের ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকবে। 

বিশিষ্ট ব্যবসায়ি ও পৌর বিএনপির সভাপতি সালাউজ্জামান ওপেল বলেন, উভয় দেশের আলোচনা খুবি সন্তোষজনক, আমদানিকারকরা যেন ঠিকমতো আমদানি করতে পারে, রপ্তানিকারকরাও যেন ভালোমতো রপ্তানি করতে পারে সেটা নিয়ে আলোচনা এবং তাদের যে একটা আশংকা ট্রাকের গ্লাস ভাংচুর তা আমাদের সিএন্ডএফ এসোসিয়েশন বলেছে কোন সমস্যা হবে না। সিএন্ডএফ নেতৃবৃন্দ ও আমদানি রপ্তানিকারক নেতৃবৃন্দকে তারা পোর্টকে সচল রাখার জন্য, ব্যবসায়িকদের ব্যবসা ঠিক রাখতে, লেবারদের কর্মসংস্হান ঠিক রাখার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। 

বুড়িমারী স্থলবন্দর আমদানি - রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী রছি বলেন, ভুটানি এবং ভারতের বোল্ডার পাথরের বর্তমান দাম নির্ধারণে যে একটা সমস্যা ছিল তাতে আর বাঁধা থাকলো না, দুপুরের পরই বোল্ডার আমদানি শুরু হবে। আমরা একটা বাজার মনিটরিং টিম গঠন করেছি তারা সার্বক্ষণিভাবে এটা দেখাশোনা করবে। দর নির্ধারণে ভারতের সাথে খুব একটা গ্যাপ ছিল না,ভুটানের সাথেও ঠিক আছে তবে তাদের একটা রিকোয়েস্ট আগের কিছু এলসি ছিল যা নতুন এলসির সাথে যেন ইফেকটিভ হয়।

বুড়িমারী স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ  বলেন, অনানুষ্ঠানিকভাবে ভারতীয় রপ্তানিকারক, সিএন্ডএফ এজেন্টগণকে জানিয়ে এসেছি তারা পাথর স্ব স্ব আমদানিকারকদের সাথে কথা বলে চালু করে দিবে। তাদের গাড়ির কোন সমস্যা হবে না। আমাদের যে আন্দোলন ছিল পাথরের দাম কমার সেটি শতভাগ আশা করছি পূরণ হবে এবং ধীরে ধীরে এটি উত্তরোত্তর আরো সফলতা পাবে। 

বুড়িমারী স্থল শুল্ক স্টেশননের তথ্য অফিসার ও সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ বলেন, বোল্ডার ব্যতীত আমদানি রপ্তানি সচল থাকায় রাজস্ব আদায়ে তেমন কোন প্রভাব পড়েনি তবে আজকে থেকে যেহেতু বোল্ডার আমদানি শুরু তাতে রাজস্ব আদায় বাড়বে।