খাগড়াছড়িতে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬ | অনলাইন সংস্করণ

  খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪৫ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে এসব বিতরণ করেন তিনি।

জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের সহায়তায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার কাছ থেকে ৪০ জন প্রতিবন্ধী হুইল চেয়ার, ২ জন ট্রাই-সাইকেল, ২ জন টয়লেট চেয়ার ও একজন ওয়াকার গ্রহণ করেন।

কালেক্টরের প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। অনুষ্ঠানে খাগড়াছড়ির জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে পুলিশ সুপার আরেফিন জুয়েল, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. শাহজাহান উপস্থিত ছিলেন।

পরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্মিত ভবন উদ্বোধন ও জেলা সদরের কমলছড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা।


আমার বার্তা/মো. লোকমান হোসেন/এমই