নাটোরে বৈষম্যবিরোধী কমিটি বাতিল না করলে রেলপথ অচলের হুঁশিয়ারি
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১৬:০০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত নাটোর জেলা কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত শিক্ষার্থীদের একটি অংশ নাটোর-ঢাকা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা সড়কের মাঝে অবস্থান নিলেও পুলিশ সড়কের দুই লেনে যানবাহন চলাচলের জায়গা করে দেয়। এতে যান চলাচল বাধাগ্রস্ত হয়নি।
বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে নাটোর শহরের বড়হরিশপুর বাইপাস চত্বরে অনুষ্ঠিত এই কর্মসূচি থেকে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে কমিটি বাতিল না করা হলে তারা রেল যোগাযোগ বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।
এর আগে গত ৩ মার্চ এক সংবাদ সম্মেলনে পদবঞ্চিতরা প্রথমে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। যার মেয়াদ পরে ৭২ ঘণ্টা করা হয়।
পদবঞ্চিতদের অভিযোগ, নতুন কমিটিতে আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত না থাকা ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে এবং পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে। একই ব্যক্তিকে একাধিক পদে রাখার পাশাপাশি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্তদেরও গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে, যেটি সংগঠনের মূল আদর্শের পুরোপুরি পরিপন্থি।
অবস্থান কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাটোর জেলার আগের কমিটির সদস্য সচিব মশিউর রহমান ফুয়াদ বলেন, আমরা দীর্ঘদিন সংগঠনের জন্য কাজ করে এলেও কোনো নোটিশ না দিয়ে হঠাৎ করে পুরোনো কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করা হয়েছে। যেখানে ত্যাগীদের প্রতি অবমূল্যায়ন করা হয়েছে। যারা ১ দফার আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল সেই সব কর্মীদের বাদ দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত কষ্টদায়ক।
তিনি বলেন, কমিটি বিষয়টি নিয়ে আমরা বারবার কেন্দ্রের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। কিন্তু তারা কোনো কর্ণপাত করছেন না। সংবাদ সম্মেলনে আমরা সড়ক অবরোধের ঘোষণা দিলেও রমজান মাসে জনদুর্ভোগের কথা বিবেচনা করে এই অবস্থান কর্মসূচিতে সড়ক অবরোধ করিনি। শেষবারের মতো আমরা আল্টিমেটাম দিচ্ছি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যদি এই বিষয়টির সমাধান করা না হয় রেলপথ অবরোধসহ আরও কঠোর কর্মসূচি আমরা পালন করব।
অবস্থান কর্মসূচিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আব্দুল্লাহ আল নোমান পিয়াস, সুব্রত দেব, মেহেদী হাসান, স্বাধীন, তামিম হাসানসহ পদবঞ্চিতরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ওবায়দুল্লাহ মিম বলেন, তারা মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে। কিন্তু আমরা জনদুর্ভোগ সৃষ্টি হতে দেব না। কিসের জন্য তারা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়াবে আমাদের তা বোধগম্য নয়। তারা বৈষম্যবিরোধী আন্দোলনের ব্যানারকে অসম্মানিত করছে।
প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি ২৯৫ সদস্যবিশিষ্ট নাটোর জেলা কমিটি গঠিত হয়। সেই কমিটিতে বিলুপ্ত বা স্থগিতাদেশ না দিয়েই গত ২৮ ফেব্রুয়ারি ভোরে নতুন করে দুই শতাধিক সদস্যের একটি কমিটি ছয় মাসের জন্য ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি।
আমার বার্তা/এমই