বাউফলের পৃথক স্থান থেকে দু'জনের লাশ উদ্ধার

প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ১৬:২৫ | অনলাইন সংস্করণ

  আল আমিন আকন (মাল্টিমিডিয়া প্রতিনিধি) বাউফল :

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে পৃথক স্থান থেকে দু’জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার বিকেলে উপজেলার কালাইয়া ইউনিয়নের শৌলা গ্রামের কাঞ্চন খাঁ বাড়ির নজরুল খানের মেয়ে কুমকুম আক্তারের লাশ (১৪) উদ্ধার করা হয়। কুমকুম পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিকেলে পরিবারের লোকজন ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় কুমকুমকে দেখে চিৎকার শুরু করেন।

পরে স্হানীয়রা পুলিশ খবর দিলে ওই বাড়িতে গিয়ে কুমকুমের লাশ উদ্ধার করে।এর আগে ভোরে একই ইউনিয়নের ডালিমা ব্রিজ সংলগ্ন গুচ্ছগ্রাম থেকে জাহিদুল ইসলাম (২২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে সেহেরি খেয়ে নামাজ আদায় করেছিলেন জাহিদুল। সকাল ৭টার দিকে পরিবারের লোকজন ঘরের পেছনে কাঁঠাল গাছের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় জাহিদুলকে দেখে চিৎকার শুরু করেন। পরে দ্রুত জাহিদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেন জাহিদুল। তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, দু’জনের লাশ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে ।