মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার তিন

প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ২২:৫৫ | অনলাইন সংস্করণ

  তারিকুল ইসলাম তুহিন, মাগুরা :

ছবিঃ সংগৃহীত

মাগুরায় সেনা ক্যাম্পের গোয়েন্দা সুত্রে প্রাপ্ত  তথ্যের ভিত্তিতে পৌর সভার ০৬ নং ওয়ার্ড পারনান্দুয়ালী যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র সহ তিন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে।

সেনাবাহিনীর একটি গোয়েন্দা সুত্র জানতে পারে  যে, মাগুরা জেলার সদর থানার  পৌরসভার ৬ নং ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রামের  মো: মারুফ, লিখন এবং আশিকুর রহমানদের  বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। 

এরই সূত্র ধরে ১৬ মার্চ ২০২৫ ইং ০৩০০ ঘটিকার সময়  বিএ-১০০৩৩ মেজর  সাফিন আল সাইফ পলকের নেতৃত্বে  ১৪  সেনার একটি চৌকস দল  অভিযান পরিচালনা করেন।

অভিযানে  কালে ০২ টি ওয়ান শ‍্যুটার গান, ১০ রাউন্ড তাজা বুলেট, ০১ টি এয়ার গান, ৬০ রাউন্ড এয়ার গান বুলেট, ০১ টি পুলিশের লুটকৃত টিয়ার শেল, ০৮ টি হাত বোমা, ০২ টি চাইনিজ চাপাতি, ৫ টি দেশীয় ধারালো অস্ত্র, ০৫ টি মোবাইল, ০১ টি ল্যাপটপসহ  মো: মারুফ (৩৫),পিতা: আব্দুল মজিদ মোঃ লিখন(২৮), পিতা: সালাম হোসেন এবং মোঃ আশিকুর রহমান (৩০) পিতা: আতিয়ার রহমান সর্ব সাং পারনান্দুয়ালী থানা ও জেলা মাগুরা নামের তিন জন কে আটক করা হয়।

গ্রেফতার কৃতদেরকে মাগুরা সদর থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছ।