পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিল অনুষ্ঠিত
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি:

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ইফতার ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ মার্চ) পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. জুবায়ের আল মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পিরোজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পিরোজপুরপ্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. জহিরুল হক টিটু, পুলিশের বিশেষ শাখার ডিআই-১ মো. শরিফুল ইসলাম সহ সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সুন্দর এ আয়োজনের ভূয়সী প্রশংসা করে বলেন, এমন আয়োজন একে-অপরের সঙ্গে সৌহার্দপূর্ণ সম্পর্ক তৈরিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এসময় পিরোজপুরের সকল শ্রেনী-পেশার মানুষের জীবন-মান ও ঐতিহ্যকে সারাদেশে তুলে ধরতে এই সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে, এমন প্রত্যাশার কথাও জানান তারা।অতিথিরা আরও বলেন, পিরোজপুরের সমস্যা ও সম্ভাবনার দিকগুলো বস্তনিষ্ঠভাবে জাতীয় গণমাধ্যমে তুলে ধরে পিরোজপুরের উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে এই সংগঠনের সকল সদস্যরা।
আমার বার্তা/মো. মনিরুল ইসলাম চৌধুরী/এমই