জামালপুরে ধর্ষনকারীর জামিন বাতিল ও ফাঁসির দাবিতে মানববন্ধন
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ১৮:০০ | অনলাইন সংস্করণ
জামালপুর প্রতিনিধি:

সারা বাংলাই খবর দে, ধর্ষনকারীর কবর দে, ফাঁসি ফাঁসি ফাঁসি চাই স্বপনের ফাঁসি চাই এই শ্লেগানে শ্লোগানে মূখরিত হয়ে জামালপুরে মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ে ২০২৩ ব্যাচের ১০ম শ্রেণীর মেধাবী ছাত্রী নিহত আশা মনির ধর্ষনকারী তামিম আহামেদ স্বপনের জামিন বাতিল ও ফাঁসির দাবিতে মানববন্ধন।
বুধবার (১৯ মার্চ) দুপুর ১ টার সময় মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর আয়োজনে, মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত আশা মনির পিতা, মামলার বাদি মো. আবু সাঈদ। মাতা শিলা বেগমসহ মালঞ্চ আব্দুল গফুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
জানাগেছে, গত ১০/০৩/২০২২ নিহত আশা মনি বান্ধুবীদের সাথে কথা বলে স্কুলের উদ্দেশ্য বাসা থেকে রওনা হয় পরে রাস্তা থেকে মেলান্দহ উপজেলার সাধুরপুর কান্দাপাড়া এলাকার খোকা মোল্লার ছেলে তামিম আহামেদ স্বপন আশাকে উঠিয়ে নিয়ে ধর্ষন করে পরে আশা মনিকে হুমকি দেয় বিষয়টি যদি কাউকে জানানো হয় তাহলে জানে মারিয়া ফেলার হুমকি দেয় এদিকে আশা মনি বিষয়টি সহ্য না করতে পেরে ২ টি চিরকুট লিখে ফাঁসিতে ঝুলে আতœহত্যা করে।
এ বিষয়ে, নিহতের বাবা আবু সাঈদ বাদি হয়ে মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেফতারকৃত আসামী জামিন নিয়ে বাদিকে মামলা তুলার জন্য বিভিন্ন হুমকি দিয়ে আসছেন এবং আরো বলেন, যদি মামলা না তুলা হয় তাহলে, বাদিকে জানে মেরে ফেলিবে ও নিহতের মাকেও ধর্ষন করিবে।
মানববন্ধনে বাদি পক্ষের পরিবার ধর্ষনকারী স্বপনের জামিন বাতিল সহ দ্রুত ফাঁসির দাবি জানান।
আমার বার্তা/শরিফুল ইসলাম ঝোকন/এমই