আত-তানজিম পাঠাগারের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশ : ২০ মার্চ ২০২৫, ২০:২৬ | অনলাইন সংস্করণ

  মো: শাহিন মিয়া ( মোল্টিমিডিয়া প্রতিনিধি ) সুন্দরগঞ্জ :

গাইবান্ধার সুন্দরগঞ্জে আত-তানজিম পাঠাগারের  উদ্যােগে  উপজেলা হল রুমে  ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, পেশাজীবী ও মেধাবী শিক্ষার্থীরা অংশ নেন।

১৯ মার্চ (বুধবার) উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন  গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মাজেদুর রহমান।

 বিশেষ অতিথি  হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু ও জামায়াতে ইসলামীর সুন্দরগঞ্জ উপজেলা  সেক্রেটারি অধ্যাপক আতাউর রহমান, ইসলামী ছাএশিবিরের গাইবান্ধা জেলা স্কুল  কালক্রম সম্পাদক নুরানি সাগর, ও ইসলামি ছাএশিবিরের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো : শাকিল আহমেদ প্রমূখ। 

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আত-তানজিম পাঠাগারের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বাবু। 

 উক্ত ইফতার ও দোয়া মাহফিলের অতিথিরা পাঠাগারের সমাজ উন্নয়নমূলক ভূমিকা, নৈতিক শিক্ষার গুরুত্ব ও সাংস্কৃতিক উন্নয়নের  বিষয়ে গুরুত্ব আরোপ করতে বলেন। তারা বলেন, এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।

সমাপনী বক্তব্যে  আত-তানজিম পাঠাগারের সভাপতি নাইমুল ইসলাম নাঈম সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের আয়োজনের আশা প্রকাশ করেন।

উক্ত অনুষ্ঠানে শেষে  প্রধান অতিথির  মোনাজাতের মাধ্যমে  ইফতার মাহফিল সমাপ্ত হয়।