চুয়াডাঙ্গার ভীমরুল্লায় বিয়াই-বিয়ানের বিয়ে
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:০৬ | অনলাইন সংস্করণ
সাকিব আল হাসান, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গা পৌর এলাকায় আপত্তিকর অবস্থায় জনগণের হাতে বেয়াই-বেয়ান ধরা। পরে এলাকাবাসীর তোপের মুখে দুজনের সম্মতিতে তাদের বিয়ের ঘটনা ঘটেছে।
শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ১ নং ওয়ার্ডের ভিমরুল্লা জোলাপাড়ায় অনৈতিক কর্মকাণ্ড চলাকালে জাকেরা খাতুন (৪৭) এবং সেলিম হোসেন (৫০) নামের দুইজনকে আপত্তিকর অবস্থায় আটক করে এলাকাবাসী। সম্পর্কে তারা বেয়াই-বেয়ান।
অভিযুক্ত জাকেরা খাতুন চুয়াডাঙ্গা পৌর শহরের ভিমরুল্লা জোলাপাড়া এলাকার মৃত ওবাইদুল হকের স্ত্রী ও নোয়াখালী সদর থানাধীন এলাকার এলাকার ধনুমিয়ার মেয়ে এবং অভিযুক্ত সেলিম হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝেরপাড়ার মৃত দুঃখী মন্ডলের ছেলে ও বড়বাজার নিচের বাজারের কাঁচামাল ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে পাঁচ বছর পূর্বে বাড়ি কিনে এখানে বসবাস শুরু করেন। জাকেরা খাতুনের প্রকৃত বাড়ি চট্টগ্রামের পতেঙ্গা এলাকায়। জাকেরা খাতুনের স্বামী দেড় বছর আগে মারা যায়। চাকরির সুবাদে তার ছেলে ও পুত্রবধূ জেলার বাইরে অবস্থান করছে।
জাকেরা খাতুন বাড়িতে একাই বসবাস করেন। এই সুযোগ নিয়ে তার বেয়াই সেলিম প্রায়ই তার বাড়িতে এসে একান্ত সময় কাটান। এলাকাবাসীর নজরে বিষয়টি আসলে আজ হাতেনাতে স্থানীয় জনগণ তাদের আটক করে। এরপর উভয়ের সম্মতিতে কাজী ডেকে বিয়ে পড়ানো হয়।
কাজী মো. আব্দুল আলিম তাদের বিবাহ সম্পন্ন করেন। ৫ লক্ষ এক টাকায় তাদের দেনমোহর ধার্য করে বিবাহ সম্পন্ন করে এলাকাবাসী।
স্থানীয়রা বিয়ে ও কাবিনের বিষয়ে জানতে চাইলে জাকেরা খাতুন বলেন, যেহেতু ঘটনা ঘটেছে স্থানীয়দের দাবিতে আমি বিয়ে করতে রাজি। ৫ লাখ টাকা কাবিনে বিয়ে করবো।
স্থানীয় বাসিন্দা ও চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের সদস্য রনি ইসলাম বাধন বলেন, স্থানীয় কিছু লোকজন আমাকে জানায় প্রায়ই বেয়াই-বেয়ান একান্তে সময় কাটান। আজ স্থানীয়রা খেয়াল করে সেলিম বাড়িতে প্রবেশ করেছে। তারই সূত্র ধরে আজ আমরা স্থানীয় কয়েকজন প্রধান ফটক টপকে ভিতরে প্রবেশ করি।
এরপর জানালা দিয়ে আপত্তিকর অবস্থায় দুইজনকে দেখি। আমাদের চিল্লাচিল্লিতে সবাই চলে আসে এবং দুজনকে হাতেনাতেই আমরা উলঙ্গ অবস্থায় ধরি।
তিনি আরো বলেন, তাদের দুজনের সাথে আলাদা করে কথা বলার পর। দুজনেই বিয়ে করতে সম্মতি জানায়। তাই এলাকাবাসীর হস্তক্ষেপে পাঁচ লাখ এক টাকা দেনমোহরে তাদের বিবাহ সম্পন্ন করা হয়েছে।
আমার বার্তা/এমই