আওয়ামী লীগের নেতার দোকানে মিলল ওএমএস’র চাল

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:৩৪ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

জব্দকৃত চালের বস্তা

মুন্সীগঞ্জের গজারিয়ায় ইমামপুর ইউনিয়নের এক ওয়ার্ড আওয়ামী লীগের নেতার দোকান থেকে ওএমএস এর ৩৩ বস্তা চাল জব্দ করেছে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম। এসব বস্তায় মোট এক হাজার ৬৫০কেজি চাল ছিল বলে জানা গেছে।

রোববার (৬ এপ্রিল) রাত ৮টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে এই চাল জব্দ করা হয়। এ সময় দুই জনকে আটক করা হয়।

খবর নিয়ে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত আটটার উপজেলার ইমামপুর ইউনিয়নের রসুলপুর বাজারে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

এ সময় ওএমএস ডিলার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেনের দোকানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্বলিত বস্তা পরিবর্তন করে নতুন বস্তায় চাল ভরার সময় হাতেনাতে বিষয়টি ধরে ফেলেন তিনি। এ সময় ৩৩ বস্তা চাল জব্দ করা হয়। সরকারি চাল অবৈধভাবে বিক্রয়ের উদ্দেশ্যে এভাবে বস্তার মোড়ক পরিবর্তন করা হচ্ছিলো ।

বিষয়টি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম জানান, গোপন সংবাদের বিত্তিতে রসুলপুর বাজারের ওএমএসের ডিলার মোফাজ্জল হোসেনের দোকানে খাদ্য অধিদপ্তরের লোগো সম্মিলিত বস্তা পরিবর্তন করে নিজস্ব মোড়ক সম্মিলিত ৩৩ বস্তায় ষোল'শ পঞ্চাশ কেজি চাল জব্দ করা হয় এবং বস্তা পরিবর্তন কাজে নিয়োজিত দুজন কর্মচারীকে আটক করে পরবর্তীতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় ডিলার পালিয়ে যাওয়ায় দোকানটি সীলগালা করা হয়। এ বিষয়ে ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।


আমার বাতা/মুকবুল হোসেন/এমই