পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৫:৪০ | অনলাইন সংস্করণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

গজারিয়া উপজেলার অত্যন্ত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৫ এসএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ে কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয়ের কক্ষে সোমবার (৭ এপ্রিল) সকালে প্রধান শিক্ষক মো. হানিফ মিয়ার সভাপতিতে অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক, আলহাজ্ব আহাদ মাস্টার, বিশেষ অতিথি ছিলেন ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য নুরুল ইসলাম, গজরী উপজেলা জামায়াত ইসলামী, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহজাহান সরকার, শওকত সরকার।
আরও বক্তব্য রাখেন দাতা সদস্য সফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, সহকারী শিক্ষক সৌনাম উদ্দিন, সহকারী শিক্ষক মো. নিজাম উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথি আলহাজ্ব আহাদ মাস্টার শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকদেরকে সঠিক দিক নির্দেশনা ও পরামর্শ দেয়ার নির্দেশনা প্রদান করেন।
বিশেষ অতিথি শাজাহান সরকার তার দেয়া বক্তব্যে বলেন ছাত্র আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। তোমরা ভালো ফলাফল করে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।
আমার বাতা/মুকবুল হোসেন/এমই