গজারিয়ায় ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি স্বামী স্ত্রী আটক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫২ | অনলাইন সংস্করণ

  গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার শীর্ষ মাদক কারবারি জিয়াউল হক মুরাদ ও তার স্ত্রী সোনিয়াকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে গজারিয়া থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের কাজী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক জিয়াউল হক মুরাদ ওই এলাকার মৃত ইকরামুল হকের ছেলে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার আলম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালায়। অভিযানে মুরাদ ও তার স্ত্রীকে নিজ বাড়ি থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।

ওসি আরও জানান, জিয়াউল হক মুরাদ গজারিয়ার শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে গজারিয়া থানা সহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

 

আমার বার্তা/মুকবুল হোসেন/এমই