গজারিয়ায় ২২১৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষায়
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫, ১৮:৫৭ | অনলাইন সংস্করণ
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় এসএসসি, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষায় মোট ২,২১৫ জন শিক্ষার্থী ২০২৫ সালের পাবলিক পরীক্ষায় অংশগ্রহণ করছে।
কাল বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) উপজেলার ৩টি ভেন্যুতে ৬টি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এসব পরীক্ষা শুরু হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন জানান, গজারিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, গজারিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ভবেরচর ওয়াজের আলী উচ্চ বিদ্যালয়, ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়, গজারিয়া সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং গজারিয়া বাতেনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে এবারের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও জানান, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র সংখ্যা ১,১৭৪ জন এবং ছাত্রী সংখ্যা ১,০৪১ জন। এর মধ্যে মাদ্রাসা শিক্ষার্থী রয়েছে ১৪৬ জন।
পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রশাসনিকভাবে সকল ধরনের প্রস্তুতি ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান শিক্ষা অফিসার।
আমার বার্তা/মুকবুল হোসেন/এমই