রামগতির এক গ্রামে ২৩ ইটভাটা

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২২:৩৯ | অনলাইন সংস্করণ

  সবুজ সাহা ( মাল্টিমিডিয়া প্রতিনিধি) রামগতি :

ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়  ৪০টি ভাটার মধ্যে ২৩ গড়ে উঠেছে উপজেলার চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে।

স্থানীয় চাষারা আমার বার্তাকে জানান ভাটার চারপাশে থাকা ফসলি জমিতে বেড়ে ওঠা ধান, সয়াবিন, বাদামগাছসহ বিভিন্ন রবিশস্য ঝুঁকিতে পড়েছে। ইট তৈরিতে ব্যবহৃত মাটির সবটাই যাচ্ছে উর্বরা ফসলি জমি থেকে। তাদের অভিযোগ, কৃষিজমি রক্ষায় কোনো পদক্ষেপ নিচ্ছে না কৃষি বিভাগ, নজরদারি নেই পরিবেশ অধিদপ্তরের ও স্থানীয় প্রশাসনের।

চর রমিজ ইউনিয়নের চর আফজল গ্রামে গড়ে উঠা ভাটাগুলো হলো– এডব্লিউবি, এসবিএম, এফএবি, এডব্লিউবিটু, টিবিএল, এসিবি, আরবিএম, এবিএম, বিবিএম, এএমআরই, এসএসবি, এআরবি, এফএমবি, পিবিএম, এসএবি, এমএসবি, এএমএ, বিবিএল, এমবিএল, জেএসবি, এমপিবি, ফাইভস্টার ও ফোরস্টার।

চর আফজল গ্রামের কৃষক কবির উদ্দিন  আমার বার্তাকে জানান  ইটভাটা থেকে অন্যটির দূরত্ব বেশি নয়। সব ভাটা স্থাপন করা হয়েছে ফসলি জমির মাঝখানে। এভাবে চলতে থাকলে তারা ফসল ফলাবেন কী করে? ফসলের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত।এভাবে চলতে থাকলে এক সময় অবৈধ ইটভাটার দাপটে রামগতি উপজেলা মরুভূমিতে রূপান্তরিত হবে বলে মনে করেন। 

রামগতির এসিল্যান্ড আমজাদ হোসেন বলেন, হালনাগাদ তথ্য অনুযায়ী, এখানে ৪০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে লাইসেন্স রয়েছে মাত্র দুটির। তবে অবৈধ ইটভাটায় তারা অভিযান চালিয়ে আসছেন।