ব্যারাকের শৌচাগারে থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৫:৩১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজশাহী জেলা পুলিশ লাইনসের ব্যারাকের শৌচাগারে থেকে এক পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা এলাকায় ব্যারাকের শৌচাগার থেকে ওই পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত কনস্টেবলের নাম মাসুদ রানা (৩৪)। নাটোর জেলার গুরুদাসপুর থানার পাঁচশিশা এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে তিনি। তিনি রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।

তিনি বলেন, ‘নিহত মাসুদ রানার পারিবারিক সমস্যা ছিল। স্ত্রীর সঙ্গে কলহের জেরে আত্মহত্যা করতে পারেন তিনি।’

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার জন্য তদন্তকেন্দ্র থেকে আসেন তিনি। হাসপাতালে আসার পর জেলা পুলিশ লাইনসের একটি ব্যারাকে থাকতেন মাসুদ।

রাজপাড়া থানার ওসি আশরাফুল আলম বলেন, ‘মাসুদ রানার পরনের প্যান্ট খুলে শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে আটকিয়ে গলায় ফাঁস দেওয়া ছিল। রাতের কোনো এক সময় আত্মহত্যা করেছেন মাসুদ। সকালে তার মরদেহ পাওয়া যায়। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, সেটা বলতে পারছি না। এটা তদন্তের পর বলা যাবে।’

তিনি আরও জানান, দুপুর দেড়টা অবধি মরদেহটি ঘটনাস্থলেই ছিল। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

আমার বার্তা/এর/এমই