উখিয়ায় ট্রিপল মার্ডার মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩ জন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৭:১৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

কক্সবাজারের উখিয়ায় ট্রিপল মার্ডার মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করছে র্যাব। শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- প্রধান আসামি আবুল ফজল বাবুল (৩৭), ২নং আসামি মাহমুদুল হক (৩০) ও ৬নং আসামি মো. রায়হান (১৯)।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ.ম ফারুখ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় উভয় পক্ষ থেকে পৃথক মামলা হয়। মান্নান, রওশন আরা ও শাহীনা আক্তার নিহতের ঘটনায় গত ৭ এপ্রিল উখিয়ায় থানায় মামলা করা হয়। সেই মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, জায়গা নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো-জেঠাতো ভাইবোনের মাঝে সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় পৃথক দুটি হত্যা মামলার ঘটনায় দায়ের করা হয়। এর মধ্যে এক পরিবারের ট্রিপল মার্ডার মামলায় প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর মামলায় দুইজন গ্রেপ্তার হয়েছে। র্যাবের হাতে গ্রেপ্তার তিনজনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত ৬ এপ্রিল উখিয়ার কুতুপালংয়ের পশ্চিমপাড়া এলাকায় ২০ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচাতো ভাইবোনদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রওশন আরা নামে আরও এক নারী মৃত্যুবরণ করেছিলেন। এ ঘটনায় মোট ৪ জনের মৃত্যুর হয়। নিহতরা হলেন- ওই এলাকার নাজির হোসেনের ছেলে মাওলানা আব্দুল্লাহ আল মামুন (৩৮), তার আপন চাচাতো ভাই মো. আব্দুল মান্নান (৩৬), মান্নানের বড় বোন শাহিনা আক্তার (৩৮) ও মান্নানের আরেক বোন রওশন আরা।
নিহত মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার জামে মসজিদের খতিব ও ৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির ছিলেন। এ ঘটনায় উখিয়া থানায় পৃথক দুটি হত্যা মামলা হয়েছে।
আমার বার্তা/এমই