ব্রাহ্মণপাড়ায় ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে এক লক্ষ টাকা জরিমানা

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ০১:৩৫ | অনলাইন সংস্করণ

  ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ

ছবিঃ আমার বার্তা

ব্রাহ্মণপাড়া উপজেলা সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামে এক ড্রেজার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেন ব্রাহ্মণপাড়া  উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। 

প্রশাসন সূত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার (২৯ এপ্রিল) সাহেবাবাদ ইউনিয়নের টাকই গ্রামে ফসলি জমি বিনষ্ট করে ড্রেজার মেশিনের মাধ্যমে মাটি উত্তোলনের দায়ে অভিযুক্তকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

এছাড়া ঘটনাস্থলে মেশিন ও পাইপসমূহ বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল। 

এ ব্যাপারে উপজেলা প্রশাসন জানান  ফসলি জমি রক্ষার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।