বরিশাল নার্সিং কলেজে চলছে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন

প্রকাশ : ০৭ মে ২০২৫, ১৩:০৪ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৭ মে) সকাল ৯টা থেকে কলেজের সামনে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

এর আগে মঙ্গলবার ৬ মে কর্মসূচি পালন করতে গেলে শিক্ষকদের বাধার মুখে পড়ার অভিযোগ করেন শিক্ষার্থীর। ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নীতিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগসহ ৬ দফা দাবি জানাচ্ছিলেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটরা শিক্ষার্থীদের মারধর করেন। এতে শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।

শিক্ষার্থীরা জানান, ৬ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন চলছে। পাশাপাশি শিক্ষক ও পোস্ট গ্র্যাজুয়েটরা শিক্ষার্থীদের মারধর করার ঘটনায় বিচারের প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না দাবি মানা হবে পাশাপাশি মারধরের ঘটনার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা।

আন্দোলনকারী শুভ বলেন, আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আমাদের ওপর বিনা কারণে হামলা হয়েছে। আমাদের দাবিসমূহ এবং হামলাকারীদের বিচার না করা পর্যন্ত আন্দোলন চলবে।

ইসরাত জাহান নামে এক শিক্ষার্থী বলেন, আমরা একটি পদ্ধতি বাতিলের দাবিতে আন্দোলন করছি। শিক্ষকদের বিরুদ্ধে নয়। কিন্তু অতি উৎসাহি কিছু শিক্ষক আমাদের বাধাগ্রস্ত করছেন।

 

আমার বার্তা/এল/এমই