গাইবান্ধায় কালবৈশাখী ঝড়ে র‍্যাব সদস্যের মৃত্যু

প্রকাশ : ১২ মে ২০২৫, ১৬:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গাইবান্ধা সদর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে আবু বক্কর সিদ্দিক (২৭) নামের এক র‍্যাব সদস্যের মৃত্যু হয়েছে।  এসময় আরও একজন র‌্যাব সদস্য আহত হয়।

রোববার (১১ মে) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-সাদুল্লাপুর সড়কের সাহার বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

মৃত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা র‍্যাব-১৩ ক্যাম্পে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের পশ্চিম আব্দালপুর গ্রামের শওকত আলীর ছেলে।

তাছাড়া আহত র‌্যাব সদস্য সাইফুর রহমানকে (৪০) সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে দুজন র‌্যাব সদস্য ডিউটি শেষে মোটরসাইকেলে সাদুল্লাপুর থেকে গাইবান্ধা র‌্যাব ক্যাম্পের দিকে ফিরছিলেন। এসময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হয়। পথে ওই এলাকায় সড়কের ধারের একটি গাছের ডাল ভেঙে তাদের ওপর পড়ে। এতে দুজনই আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু বক্কর সিদ্দিককে মৃত ঘোষণা করেন।

সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহীনুল ইসলাম মন্ডল শাহীন জানান, র‌্যাব সদস্য আবু বক্কর সিদ্দিককে (২৭) রোববার রাত পৌনে ১১টায় মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। অপর র‌্যাব সদস্য সাইফুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্বিত করে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার জানান, নিহত র‌্যাব সদস্যের মরদেহ গাইবান্ধা সদর থানায় পাঠানো হয়েছে।


আমার বার্তা/এল/এমই