বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

প্রকাশ : ১২ মে ২০২৫, ১৬:২১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৪ বিজিবি)।

রবিবার (১১ মে) রাত সাড়ে ১১টার দিকে মাদকের বড় এই চালানটি ধরা পড়ে। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদ  পেয়ে আগে থেকেই সতর্ক অবস্থানে চলে যায় বিজিবি। রাত সাড়ে ১১টার দিকে কাপড়ের ব্যাগ হাতে করে দুইজন ব্যক্তিকে যেতে দেখে তাদের থামতে বল্লে কাপড়ের ব্যাগ ফেলে দিয়ে দ্রুত মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে তাদের ফেলে যাওয়া ব্যাগের ভিতর থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি।

সোমবার (১২ মে) সকালে ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের অভিযোগ পাওয়ায় বিজিবি তল্লাশি জোরদার করেছে।  


আমার বার্তা/এল/এমই