রাজবাড়ীতে মাত্র ১২০ টাকায় চাকরি পেয়েছেন ৮ জন

প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৮:২৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মেধা ও যোগ্যতার ভিত্তিতে উৎকোচ কিংবা তদবির ছাড়াই মাত্র ১২০ টাকায় চাকরি পেয়েছে জেলার ১৫ জন নারী ও পুরুষ। তালিকায় আরও তিনজন প্রার্থীকে অপেক্ষমাণ হিসেবে রাখা হয়েছে।

রাজবাড়ী পুলিশ লাইন্সের ড্রিলশিড থেকে কনস্টেবল পদে উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত নাম গত বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, টিআরসি ২০২৫ নিয়োগে ১৫ পদের বিপরীতে রাজবাড়ী জেলায় ৯৫৪ জন প্রার্থী অনলাইনে আবেদন করেন। এর মধ্যে ৮৪ জন নারী প্রার্থী ছিল। গত ১০, ১১ ও ১২ এপ্রিল শারীরিক যাচাই-বাছাই, মাঠ পরীক্ষা শেষে ২৩৯ জনকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত হন। গত ৫ মে লিখিত পরীক্ষা শেষে ৩২ জন প্রার্থী উত্তীর্ণ হন। এরপর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে ১৫ জন প্রার্থী (১৩ জন পুরুষ ও ২ জন নারী) কনস্টেবল পদে চাকরির জন্য নির্বাচিত হন।

রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম বলেন, শতভাগ স্বচ্ছতা, তদবির ও উৎকোচ ছাড়াই রাজবাড়ীতে ১৫ জন কনস্টেবলকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। এই ১৫ জন প্রার্থীর বেশিরভাগই নিম্নবিত্ত পরিবারের সন্তান। তারা মাত্র ১২০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করেই এই চাকরি পেয়েছেন। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই তারা আজ বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারছেন। এই চাকরি পেতে তাদের তিনটি ধাপ পর করা লেগেছে। এরপর তাদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হয়েছে। তারপর মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা শেষে তারা নির্বাচিত হয়েছেন।


আমার বার্তা/এল/এমই