যশোরে সড়ক দুর্ঘটনায় ১ পুলিশ সদস্যসহ নিহত ২, আহত ১০
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১৮:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
শনিবার (২৪ মে) সকালে যশোর-ঝিনাইদহ সড়কে সদর উপজেলার ছাতিয়ানতলা ও দুপুরে যশোর-নড়াইল মহাসড়কে সদরের ফতেপুর ইউনিয়নের বিজলী পেট্রোল পাম্পের এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- ফজলুল হক এবং রিয়াল হাসান।
এরমধ্যে ফজলুল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ছাতিয়ানতলা এলাকার দুর্ঘটনায় প্রাণ হারানা তিনি। অন্যদিকে রিয়াল হাসান ঝিনাইদহের কোট চাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে।
আহতদের মধ্যে ছয়জনের নাম জানা গেছে। তারা হলেন- যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগা এলাকার মোস্তফা, বুধোপুর গ্রামের অনিক, ঋত্বিক, করিমপুর গ্রামের রিয়াজুল, ছয়বাড়িয়া গ্রামের জুয়েল এবং চাড়াভিটা গ্রামের সাকিব।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,পুলিশ কনস্টেবল ফজলুল হক মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। তার মোটর সাইকেলটি চুড়ামনকাটি ছাতিয়ানতলা এলাকায় পৌঁছালে যশোরমুখী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন দুজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফজলুল হককে মৃত ঘোষণা করেন।
একইদিনে যশোর-নড়াইল মহাসড়কে সদরের ফতেপুর ইউনিয়নের বিজলী পেট্রোল পাম্পের এলাকায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে ভাটিয়াপাড়া থেকে যশোরের দিকে আসা একটি লোকাল বাস ও যশোর থেকে নড়াইলের দিকে যাওয়ার পথে একটি ট্রকের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই গাড়ির চালক ও তাদের সহকারী এবং যাত্রীসহ অন্তত ৯ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত পৃথক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলসহ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ফজলুল হক পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় প্রায় ১০জন আহত হয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আমার বার্তা/এল/এমই