রংপুর ৪ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন

প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১৩:০২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। প্রার্থী হিসেবে আখতার হোসেন এর নাম ঘোষণা করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (১ জুলাই) রাত ১১টায় রংপুরের কাউনিয়া বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় এ ঘোষণা করেন তিনি।

এসময় নাহিদ ইসলাম বলেন, আগামী দিনে আখতার হোসেনের হাত ধরে উন্নয়ন-অগ্রগতির মূল স্রোতে পা রাখবে কাউনিয়া-পীরগাছা। এজন্য তিনি কাউনিয়া পীরগাছাবাসীকে আখতারের পাশে থাকার আহবান জানান নাহিদ ইসলাম।

এদিকে একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ কাউনিয়ার ভূমিপুত্র হিসেবে আখতার হোসেনকে পরিচয় করিয়ে দেন এবং উন্নয়নের স্বার্থে আগাামী নির্বাচনে আখতার হোসেনে ভোট দিয়ে জয়ী করার আহবান জানান।

পথসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য: আখতার হোসেন এর বাড়ি রংপুর জেলার কাউনিয়া উপজেলার মুন্সিপাড়ায়। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। আখতার হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সহ সভাপতি এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির প্রতিষ্ঠাতা ছিলেন, যেখান থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম তৈরি হয়েছিলো। যারা ২০২৪ সালের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের নেতৃত্ব প্রদান করে।


আমার বার্তা/জেএইচ