টানা বৃষ্টিতে ডুবে গেছে বাগেরহাট শহর
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ১৭:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

টানা বৃষ্টিতে হাঁটুপানিতে তলিয়ে গেছে বাগেরহাট শহরের প্রধান সড়ক, অলিগলি, বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। রোববার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। পানিবন্দি হয়ে পড়েছেন শহরের হাজারো মানুষ।
মঙ্গলবার (৮ জুলাই) সরেজমিনে দেখা যায়, শহরের খানজাহান আলী রোড, রেল রোড, সাধনার মোড়, শালতলা, পিটিআই মোড়, খারদার স্কুল রোড, জেলা হাসপাতাল মোড়, জেলা ডাকঘর এলাকা, বাসাবাটি, মিঠাপুকুরপাড় মোড়, পৌরসভার পাশের এলাকা, জাহানাবাদ মাধ্যমিক বিদ্যালয় সড়ক ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পেছনসহ অনেক স্থানে হাঁটুপানি জমে আছে। অনেক দোকান ও বসতবাড়িতেও পানি ঢুকে পড়েছে। এতে রাস্তাঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে।
সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ।
শহরের বাসিন্দারা বলেন, ‘বাড়ির ভেতরে পানি ঢুকে গেছে। চুলায় আগুন ধরানো যাচ্ছে না। ছোট ছেলেটা পানিতে ভিজে সর্দি-জ্বরে ভুগছে।’
ব্যবসায়ীরা জানান, ‘দোকানে পানি ঢুকে পড়েছে। কষ্ট করে মালামাল সরিয়ে রেখেছি। বিক্রি নেই, লোকসান গুনতে হচ্ছে।’
শুধু শহরেই নয়, জেলার মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা, রামপাল ও কচুয়া উপজেলার নিম্নাঞ্চলেও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এসব এলাকার অনেক ঘেরে পানি ঢুকে মাছ ভেসে গেছে।
এ বিষয়ে বাগেরহাট পৌরসভার প্রশাসক ডা. ফখরুল হাসান বলেন, ‘পৌর শহরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ চলমান রয়েছে। কাজগুলো দৃশ্যমান হলে জনভোগান্তি কমবে। জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।’
আমার বার্তা/এল/এমই