মকস বিলে নৌকাডুবে নিখোঁজ আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫, ১৬:৩৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মকস বিলে নৌকাডুবির ঘটনায় আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে গতকাল শনিবার সকালে একজন ও বিকেলে আরেকজনের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

মৃত তিনজন হলেন- কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯), একই এলাকার মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন (১৮) ও সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৭)। তাঁরা এ বছর এসএসসি পাস করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় তার খালার বাড়িতে বেড়াতে যায় রফিকুল ইসলাম। বিকেলে সে মেহেদী, শিমুল, আরও দুই বন্ধুসহ মোট পাঁচজন মিলে একটি ছোট নৌকায় করে মকস বিলে ঘুরতে যায়। ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে বিকেল সাড়ে চারটার দিকে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে তীরে উঠতে সক্ষম হন সাকিব হোসেন ও আরাফাত হোসেন। তবে মেহেদী, শিমুল ও রফিকুল পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয় লোকজন ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। গতকাল সকাল আটটার দিকে রফিকুল ও বিকেল পাঁচটার দিকে শিমুলের মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয় মেহেদীর মরদেহ।

মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, মকস বিলে তিন শিক্ষার্থীর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মানুষ এখানে স্বস্তির জন্য ঘুরতে আসে। কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা না থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটে। ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা জরুরি।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, মকস বিলে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছিলেন। তাদের মধ্যে দুজনের মরদেহ গতকাল ও একজনের মরদেহ আজ উদ্ধার করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই