রংপুরে বালাপাড়া গ্রামে হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পাঁচ জন গ্রেপ্তার

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১১:৫০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রংপুরের গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দু পাড়ায় হামলার ঘটনায় যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত সোমবার (২৮ জুলাই) ধর্ম অবমাননার অভিযোগ তুলে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই এলাকায় ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা শ্রী রবীন্দ্রনাথ রায় (৫৫), পিতা- দেবেন্দ্র নাথ রায় বাদী হয়ে গংগাচড়া মডেল থানায় অজ্ঞাতনামা ১০০০/১২০০ জনের বিরুদ্ধে এজাহার দায়ের করেন।

এজাহারের ভিত্তিতে থানায় মামলা হওয়ার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।


আমার বার্তা/এল/এমই