জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ১৭:০৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে খুলনায় ছাত্র-জনতার অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকালে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে শিববাড়ি মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি মাসব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজন করা হয়।
শোভাযাত্রার উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ও কেসিসি প্রশাসক মো. ফিরোজ সরকার।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘ছাত্র-জনতার আত্মত্যাগ আমাদের নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছে। এই গণ-অভ্যুত্থান আমাদের শিখিয়েছে নতুন করে বাঁচতে। আমরা চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ, যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে।’
শোভাযাত্রায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক এবং নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।
আমার বার্তা/এল/এমই