অধূমপায়ী ফোরাম (অফ) সুপার সিক্স এর ক্যাম্পেইন সম্পন্ন 

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ২০:৩১ | অনলাইন সংস্করণ

  মাল্টিমিডিয়া প্রতিনিধি:

ধূমপান নিরুৎসাহিত করতে অধূমপায়ী ফোরাম (অফ) এর অষ্টম সফল ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।  (৩০ জুন) বুধবার রাতে অধূমপায়ী ফোরাম (অফ) এর সভাপতি মোঃ হানিফ খান, সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া, সহসভাপতি মোঃ সাইদুর রহমান, কার্যকরী সদস্য আমিক বিন জামান, স্বাগতিক মোঃ হেলাল উদ্দিন সাংবাদিক (দিনাজপুর পার্বতীপুর) , মোঃ জসিম উদ্দিন খান ও সহসাংগঠনিক সম্পাদক এইচ এম শরিফুল ইসলাম (আংশিক সঙ্গী হয়ে) ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন। ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ৬.১৫ মিনিটে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে উপস্থিত হয়ে পর্যটক এক্সপ্রেস ট্রেনে আসন গ্রহণ করেন। দুপুরে চট্টগ্রাম ও বিকেলে কক্সবাজার রেলওয়ে এলাকায় র‍্যালী ও স্টিকার সাঁটানো কাজে ক্যাম্পেইন শুরু করা হয়। 

রাতে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে র‍্যালী এবং ১ আগষ্ট সকালে টেকনাফের উদ্দেশ্যে যাত্রা। মায়ানমার সীমান্ত এলাকা কথিত মাদক উপাধী অর্জন এলাকা টেকনাফ পৌঁছে সংগঠনের প্রতি অভাবনীয় সাড়া পায় অধূমপায়ী ফোরাম। 

ওখানে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি এর জেটিতে প্রতিনিধিদল বেশ কিছুক্ষন সময় কাটায় ওখানে ফোরামের উদ্দেশ্য এবং সাংগঠনিক বিষয়ে বক্তব্য গ্রহণ করে রাজধানী টিভির কক্সবাজার প্রতিনিধি মোহাম্মদ নূর ও মফিজুল ইসলাম। এর আগে টেকনাফ পৌর এলাকায় র‍্যালী ও মতবিনিময় সভায় মিলিত হন সাংবাদিক কায়সার জুয়েল, ও সাংবাদিক মোঃ শহিদ। নয়া দিগন্তের কক্সবাজার জেলা প্রতিনিধি গোলাম আজম খান ওয়ার্ল্ড বিচ রিসোর্ট থেকে ধূমপান বিরোধী গণসংযোগে আমাদের সাথে অংশ গ্রহণ করেন।

উল্লেখ্য গত ২৬ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে অধূমপায়ী ফোরাম (অফ) এর আত্মপ্রকাশের পর ৩ মে মহাসড়কের দাউদকান্দি পুটিয়ায় ধূমপান নিরুৎসাহিত করতে র‍্যালী ও পরে ইকো ট্যুরিজম পার্কে তারা সৌজন্য সাক্ষাৎ করেন জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত এআইপি অধ্যাপক মতিন সৈকত এর সাথে। ১৭ মে গৌরীপুর এসএ হাইস্কুল মাঠে বিরাট ফুটবল ম্যাচ,৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবসে তিতাস ও হোমনায় আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ, ১১ জুন তিতাসের গোপালপুর ড.মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ,২৬ জুন দাউদকান্দি  মাদকবিরোধী র‍্যালী,৬ ও ৭ জুলাই থেকে পঞ্চগড় তেতুলিয়া ও বাংলা বান্ধা জিরো পয়েন্ট, দিনাজপুরের পার্বতীপুর র‍্যালী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

আগামী ক্যাম্পেইন হবে খুলনার রূপসায় বলে জানিয়েছেন অধূমপায়ী ফোরাম (অফ) এর কেন্দ্রীয় কমিটি।