পাথরঘাটায় যৌথবাহিনীর চেকপোস্ট: ৪২,০০০ টাকা জরিমানা, ৪ মোটরসাইকেল জব্দ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫, ১৮:৩৬ | অনলাইন সংস্করণ

  ‎মোঃ আরিফ, মাল্টিমিডিয় প্রতিনিধি :

ছবি : প্রতিনিধি

‎পাথরঘাটায় মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধান, বৈধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাইয়ে যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনায় ছিল নৌবাহিনী ও ট্রাফিক পুলিশ। রবিবার ৩ আগষ্ট বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৌরসভার গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

‎লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), এর নেতৃত্বে নৌবাহিনীর ১৪ সদস্যের একটি দলের সাথে পাথরঘাটা ট্রাফিক পুলিশের সদস্যরা যৌথভাবে চেকপোস্ট পরিচালনায় অংশ নেন।

‎চেকপোস্ট চলাকালে মোট ১৮০টি মোটরসাইকেলের হেলমেট, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৪টি মোটরসাইকেলের চালকের কাছে যথাযথ কাগজপত্র বা হেলমেট না থাকায় মোট ৪২,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়।

‎চেকপোস্ট চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং পুরো সময় এলাকাজুড়ে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করে।