সাতক্ষীরায় অর্ধ কোটি টাকার ভারতীয় পণ্যসহ ৪ জন আটক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১১:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

সাতক্ষীরার শ্যামনগরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় ক্যান্সারের ওষুধ ও পাতার বিড়িসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (০৮ আগস্ট) বিকেলে জব্দকৃত মালামাল ও আটককৃতদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এর আগে কালিগঞ্জ সেনা ক্যাম্পের একটি দল শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এসব পণ্য জব্দ করে।
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— ২৬ হাজার ২৩০ পিস ভারতীয় ক্যান্সারের ওষুধ, ৯৮২ পিস অন্যান্য ওষুধ এবং ১২ লাখ ৮০০ পিস ভারতীয় পাতার বিড়ি। এসবের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।
আটককৃতরা হলেন— শ্যামনগর উপজেলার কৈখালী এলাকার রুহুল আমিন গাজীর ছেলে আজিজুল হক (৩৮), ভেটখালী এলাকার মৃত ফরুক গাজীর ছেলে আশরাফ (২৮), জ্যোতীন্দ্রনগরের পৈষাখালী গ্রামের মৃত মোহাম্মদ মোল্লার ছেলে সোবহান মোল্লা (৪০) ও কৈখালী এলাকার মনসুর মোল্লার ছেলে সোবহান মোল্লা (৪০)।
কালিগঞ্জ সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জলদস্যু জামিরুল ইসলাম জামুসহ তার সহযোগীদের অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গভীর রাতে সুন্দরবনের অভ্যন্তরে আরেকটি অভিযান চালানো হয়। এ সময় সুন্দরবনের একটি খাল থেকে ১৫ বস্তা অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার এবং চারজনকে আটক করা হয়। এর মধ্যে ক্যান্সারের ওষুধ ও পাতার বিড়ি ছিল উল্লেখযোগ্য।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আমার বার্তা/এল/এমই