শুধু স্বৈরশাসক নন, শেখ হাসিনা ছিলেন মাদকেরও নেত্রী: এ্যানি

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

মাদক ও সমাজ ধ্বংসের নেত্রী ছিলেন শেখ হাসিনা—এমন মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আজকে সমাজ, মানবিকতা এবং পরিবারগুলোকে ধ্বংস করে দিয়েছে মাদক। হাসিনা শুধু স্বৈরশাসক বা ফ্যাসিবাদী ছিলেন না, তিনি মাদকেরও নেত্রী ছিলেন। তাই হাসিনার অপরাজনীতি ও ফ্যাসিবাদ আবার যেন বাংলাদেশের রাজনীতিতে ফিরে এসে মানুষের ওপর আঘাত হানতে না পারে।’ 

শনিবার (০৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চর মোহনা ইউনিয়ন বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় এ্যানি আরও বলেন, ‘এখনো দেশের বাইরে বসে ষড়যন্ত্র করছে তারা। তাদের টাকার অভাব নেই। লাখ লাখ কোটি টাকা এবং ডলার পাচার করে তারা দেশে-বিদেশে বসে পার্শ্ববর্তী দেশের মদদে বাংলাদেশকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে। দেশের যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। কারণ যুবক, তরুণ, ছাত্র- এরা হলো পাহাড়-পর্বত পরিমাণ শক্তি। এরা পাওয়ার হাউজ। এ পাওয়ার হাউজটাকে ধ্বংস করতে পারলে পাশ্ববর্তী দেশ মনে করে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তারা বাংলাদেশকে নিশ্চিহ্ন করতে চায়।’

এ্যানি বলেন, আইটি (তথ্য প্রযুক্তি) ও এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট) ব্যবহার করে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। তরুণ প্রজন্মকে স্পেশালভাবে এটি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং পাল্টা জবাব দিতে হবে। 

এ সময় এ্যানি ধানের শীষ, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতীক নিয়ে স্লোগান ধরেন, নেতা-কর্মীরাও তাদের কণ্ঠে স্লোগান দেন।  

এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। তিনি বক্তব্যে বলেন, ‘আগামীর জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য একটি কঠিন পরীক্ষা। ওই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে সবাই শান্তিতে ঘরে থাকতে পারবেন, ব্যবসা-বাণিজ্য পরিচালনাসহ স্বাভাবিক জীবন যাপন সম্ভব হবে।’  

রায়পুর উপজেলা বিএনপির আহ্বায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠুর সভাপতিত্বে ও সদস্য সচিব সফিকুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বিএনপি নেতা ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, অ্যাডভোকেট হাফিজুর রহমান, হারুনুুর রশিদ, অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, এ বিএম জিলানী প্রমুখ।


আমার বার্তা/এমই