ফরিদপুরে এক শোরুম কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৫, ১৬:০৭ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ফরিদপুরে সবুজ আহমেদ খন্দকার নামে এক শোরুম কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে শহরের ঝিলটুলী এলাকায় ওই শোরুমসংলগ্ন শেফালী মঞ্জিলের তিন তলার একটি মেস থেকে ওই কর্মকর্তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। ওই মরদেহটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
মৃত সবুজ আহমেদ খন্দকার গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ফুকরা গ্রামের শাহাদাৎ হোসেন খন্দকারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রিচম্যান পোশাক শোরুমের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
সবুজ আহমেদ বহুতল ভবনের তিন তলায় মেসে থাকতেন। ওই বাসার অপর একটি কক্ষে থাকেন সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী রুবাইয়াত হোসেন। ওই শিক্ষার্থী বলেন, গত কয়েকদিন ধরে তিনি ঠিকমতো খাওয়া-দাওয়া করতেন না। কয়েকদিন আগে মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠে নিচেও গিয়েছিলেন। এরপর রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন।’
তিনি আরও বলেন, ‘সকাল ১০টায় দরজা না খুললে আমরা ডাকাডাকি করি, কোনো সাড়াশব্দ না পেয়ে দরজাটি ভেঙে দেখি ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে শোরুমে গিয়ে জানাই।’
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. আহাদুজ্জামান জানান, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে, তারা আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
আমার বার্তা/এল/এমই