শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতির ছায়া; বগুড়া পুলিশ লাইন্স স্কুলে গোপন বৈঠকের অভিযোগ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ১৭:০১ | অনলাইন সংস্করণ

  ফয়সাল হোসাইন সনি, বগুড়া প্রতিনিধি (মাল্টিমিডিয়া):

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতির সঙ্গে ‘গোপন বৈঠক’ অনুষ্ঠিত হওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ২০ জুলাই, রবিবার দুপুর ৩টার দিকে ঘটেছে বলে গোপন সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সভাপতি আ. হান্নান নান্টু ওরফে কাজী হান্নান ওই সময়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মুনজুরুল হকের কক্ষে উপস্থিত ছিলেন।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।

অভিযোগ প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ মুনজুরুল হক জানান, “আ. হান্নান নান্টু আমার আপন ভাই। উনি আগে আওয়ামী লীগের সভাপতি ছিলেন, তবে এখন আর সেই পদে নেই। তিনি আমার ভাই বলে আমার সাথে দেখা করতেই পারেন। যদি কোনো রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, তাহলে অনুসন্ধান করে সঠিক তথ্য প্রকাশ করুন।”

এ বিষয়ে জানতে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বগুড়া জেলার পুলিশ সুপার জেদান আল মুসাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছে, যা অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের জন্ম দিয়েছে। নতুন এই বৈঠক বিষয়টি সেই উদ্বেগকে আরও গভীর করেছে।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সচেতন মহল।