শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী বাস চাপায় পথচারীর মৃত্যু

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১৬:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শেরপুরের ঝিনাইগাতীতে যাত্রীবাহী লোকাল বাস চাপায় আশরাফ আলী (৮০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইগাতী-শেরপুর আঞ্চলিক সড়কের জোলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফ জুলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী পাপিয়া পরিবহনের দ্রুত গতির একটি বাস উপজেলার জোলগাঁও এলাকায় পথচারী আশরাফ আলীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান আশরাফ। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়া উত্তেজিত হয়ে বাসটিতে ভাঙচুড় চালায়। পরে ঝিনাইগাতী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল-আমীন জানান, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে সড়কে যানচলাচলসহ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আমার বার্তা/এল/এমই