চাকরি পুনর্বহালের দাবিতে কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

কক্সবাজার-টেকনাফ সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে রোহিঙ্গা ক্যাম্পে চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা। এছাড়া আজ সোমবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে ক্যাম্পে যেতে দেওয়া হচ্ছে না দেশি-বিদেশি এনজিও সংস্থার কর্মরতদের।
চাকরি হারানো স্থানীয় শিক্ষকরা জানান, অর্থ সংকটের কারণ দেখিয়ে টালবাহানা করছে এনজিওগুলো। প্রশাসন আশ্বাস দিলেও কোনো সুরাহা হয়নি। এজন্য দাবি আদায়ে ফের আন্দোলনে নেমেছেন তারা।
এদিকে সড়ক অবরোধের কারণে রাস্তার দু'পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। কয়েক কিলোমিটার সড়কজুড়ে শুধু গাড়ি আর গাড়ি। যানজটে আটকা পড়ে অনেক যাত্রী পায়ে হেঁটে যাচ্ছেন গন্তব্যে। তীব্র গরমে যাত্রী এবং চালক সবাই চরম ভোগান্তিতে পড়েছেন।
ক্যাভার্ডভ্যান চালক ইদ্রিস বলেন, দেড় ঘণ্টা ধরে যানজটে আটকা। দুর্ভোগের শেষ নেই। আরও কত ঘণ্টা লাগবে জানি না। স্থানীয় বাসিন্দা আবু তালেব বলেন, দীর্ঘ ৩ কিলোমিটার পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছি। তীব্র গরমে খুবই কষ্ট পাচ্ছি।
উল্লেখ্য, অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্পে শিক্ষা প্রকল্পে কর্মরত স্থানীয় প্রায় ১২০০ বাংলাদেশি শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বিক্ষোভকারীরা বলছেন, বেতন বৃদ্ধির দাবি তোলায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে। তবে রোহিঙ্গা শিক্ষকরা এখনও দায়িত্বে বহাল আছেন।
আমার বার্তা/জেএইচ