চট্টগ্রাম সীতাকুণ্ডে পৃথক স্থানে ভেসে উঠলো অজ্ঞাত দু’টি লাশ
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২১:২০ | অনলাইন সংস্করণ
সাকিব চৌধুরী,মাল্টিমিডিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় টানা দুই দিনে ভেসে উঠলো দু’টি অজ্ঞাত লাশ। হঠাৎ এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য, আতঙ্ক আর আলোচনার জন্ম দিয়েছে।
আজ (১৮ আগস্ট) সকালে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দ গ্রামের একটি পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা প্রথমে লাশটি দেখে হতবাক হয়ে যায়। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে চারদিকে। পরে গ্রামবাসীর ফোনে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এর আগের দিন, অর্থাৎ গতকাল (১৭ আগস্ট), উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল উপকূল এলাকায় জোয়ারের পানিতে ভেসে আসে প্রায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাত পুরুষের অর্ধগলিত মরদেহ। স্থানীয়দের খবরের ভিত্তিতে নৌ-পুলিশ ও মানবিক সংগঠন গাউসিয়া কমিটির সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, দু’টি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। এদিকে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কেউ কেউ বলছেন, “দেশে কি শুরু হলো একের পর এক লাশের মিছিল?”
গ্রামের মানুষজন আতঙ্কে, উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। সন্তানদের সন্ধ্যার পর বাইরে যেতে নিষেধ করছেন অনেক অভিভাবক। অজ্ঞাত মরদেহ উদ্ধারের এই ঘটনা এখন পুরো এলাকায় আলোচনার ঝড় তুলেছে।