সড়কে ঠিকাদরের ইটের স্তুপ; চাঁদপুরে ট্রাক চাপায় সিএনজি চালক নিহত
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ২১:৫২ | অনলাইন সংস্করণ
মাহবুব অলিউল্যাহ, চাঁদপুর প্রতিনিধি (মাল্টিমিডিয়া):

চাঁদপুর-মতলব-পেন্নাই সড়কের রালদিয়া এলাকায় মালবাহী ট্রাক চাপায় বাপ্পী নামে এক সিএনজি চালক নিহত হয়েছে।
সোমবার রাত ৮ টায় রালদিয়া আড়ং বাজার সংলগ্নে একটি বাইপাস ব্রীজ নির্মাণে ব্যবহৃত ইটের স্তুপে সিএনজিটি উল্টে যায়। ঘটনার সাথে সাথে পিছনে থাকা ট্রাকচাপায় চালক নিহত হয় এবং সিএনজিটি সড়ক থেকে ছিটকে যায়।
নিহত সিএনজি চালক বাপ্পি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নে কল্যাণদী গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী শাহজালাল বেপারী জানান, ট্টাক চাপায় ঘটনাস্থালেই মারা যান বাপ্পী। সিএনজিতে কোন যাত্রী ছিল না। সন্ধ্যার নাস্তা নিয়ে বাড়ী ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন তিনি।
তিনি আরো জানান, এখানে একটা ছোট ব্রীজ নির্মাণ কাজ শেষ পর্যায়ে। ঠিকাদার ব্যস্ত এই সড়কের উপর ইটের স্তুপ রেখেছেন। সেই ইটে সিএনজিটি প্রথমে উল্টে যায়। পরে পিছনের ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যান সিএনজি চালক।
ঠিকাদার কর্তৃপক্ষকে একাধিকবার ইট সরাতে বলা হলেও কর্ণপাত করেনি বলে অভিযোগ এলাকাবাসীর।
এদিকে ঘটনার পর বাবুরহাট-মতলব সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
চাঁদপুর সদর মডেল থানা তদন্ত ওসি মিন্টু দত্ত বলেন, স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশে দেয়। ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয়। সিএনজি ও ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।