প্রতিবন্ধী ভ্যানচালক লিমন হত্যাকান্ডের রহস্য উদঘাটন

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৫:৪২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

যশোরের অভয়নগর উপজেলার আলোচিত প্রতিবন্ধী ভ্যান চালক লিমন হত্যাকান্ডের প্রধান আসামি বিল্লাল হোসেনকে (২৭) আটক করেছে অভয়নগর থানা পুলিশ। সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার ভোরে শংকরপাশা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার বাড়ির একটি ঘরের মধ্যে পুতে রাখা লিমনের খোয়া যাওয়া অটো ভ্যানটির খন্ডিত অংশ ও ব্যাটারি ভিন্ন ভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয়।

আটক বিল্লাল হোসেন উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের তরিকুল ইসলামের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে নওয়াপাড়া নুরবাগ এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পুলিশ জানায়, গত ১১ আগষ্ট দিবাগত রাতে নওয়াপাড়া নুর জাহান ফার্মেসির সামনে থেকে লিমনকে বেশি ভাড়া দেওয়ার প্রলোভন দেখায়। এরপর তাকে নিয়ে যায়, শংকরপাশার একটি নির্জন সড়কে। সেখানে ধস্তাধস্তির একপর্যায়ে লিমনকে স্বাসরোধ করে হত্যা করে ভ্যান নিয়ে বাড়িতে যায় বিল্লাল। সেই রাতেই বাড়ির একটি ঘরে ভিতর মাটি খুঁচে ভ্যানের বিভিন্ন অংশ পুতে রাখে। পরে সুবিধামত সময়ে চাকই বাজারের ভাংড়ি ব্যবসায়ী লিটনের কাছে চারটি ব্যাটারি ১০ হাজার টাকায় বিক্রি করে। সেই ব্যাটারির মধ্য থেকে ৩ টি ব্যাটারি পাইগ্রাম কসবার আশানুর নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে। চাকই বাজারের একটি দোকানে ৪ টি ব্যাটারি বিক্রি করে। লিটন কেনে, আসানুর নামে একজনের কাছে ৩টি ব্যাটারি বিক্রি করে।

জানা যায়, সৌদি আরব যাওয়ার জন্য টাকার প্রয়োজন ছিল বিল্লালের। সেই টাকা যোগাড় করতেই লিমনকে হত্যার পরিকল্পনা করেন তিনি।

এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আব্দুল আলীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার সকালে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্যমতে ভ্যান ও ব্যাটারি উদ্ধার করা হয়। মুলত বিদেশ যাওয়ার টাকা জোগাড় করতে লিমনকে হত্যা করে বিল্লাল। এ ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে। আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


আমার বার্তা/এমই