লফস বিতরণ করল মশারি, শিশুদের শিক্ষালাভের সঙ্গে ডেঙ্গু সচেতনতা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৬:৩২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

রাজশাহীতে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মধ্যে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি এবং মশারি বিতরণের উদ্যোগ নিয়েছে লিফট ফর সোসাইটি (লফস)।
জানা গেছে, শিক্ষা সহায়তা ও মেধা বৃত্তি কর্মসূচির আওতায় এই কার্যক্রম বাস্তবায়িত হয়।
২১ আগস্ট (বৃহস্পতিবার) অনুষ্ঠানটি বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল মমিন। উপস্থিত ছিলেন, শহর সমাজসেবা কার্যালয়ের অফিস সহকারী মোঃ খায়রুল হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লফসের নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। অনুষ্ঠানে মশারিপ্রাপ্ত শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতা সম্পর্কে পরামর্শ দেন লফসের নির্বাহী পরিচালক।
প্রধান অতিথি মোঃ আব্দুল মমিন বলেন, “বাড়ির আশেপাশে সবসময় পরিচ্ছন্নতা রাখতে হবে। কোথাও পানি জমতে দেবেন না। নিজে সচেতন হওয়া যথেষ্ট নয়, প্রতিবেশীদেরও সচেতন করতে হবে।
শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।” অনুষ্ঠানে লফসের প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি।