সৈয়দপুর বিমানবন্দরে ৪৬ বছর পর নিরাপত্তা মহড়া

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ২০:০৪ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক।

১৯৭৯ সালের পর প্রথমবারের মতো সৈয়দপুর বিমানবন্দরে অনুষ্ঠিত হলো পূর্ণাঙ্গ নিরাপত্তা মহড়া।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১২টায় ‘এয়ারপোর্ট সিকিউরিটি এক্সারসাইজ ২০২৫’ শীর্ষক এই মহড়ার আয়োজন করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-এর নির্দেশনা অনুযায়ী প্রতি দুই বছর অন্তর এ ধরনের মহড়া বাধ্যতামূলক।

মহড়ায় অংশ নেয় বেবিচক, বিমানবাহিনী, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ, এপিবিএন, আনসার, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালসহ মোট ১২টি সংস্থা।

দৃশ্যপটে দেখা গেছে, বেলা ১১টা ১৫ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করে। নির্ধারিত সময় ১১টা ৪৫ মিনিটে ঢাকায় ফেরার আগে কন্ট্রোল টাওয়ারে আসে বোমা সংক্রান্ত একটি হুমকি ফোন। তাৎক্ষণিকভাবে বিমানবন্দর ব্যবস্থাপক জরুরি অবস্থা ঘোষণা করে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে অপারেশন পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো: মোস্তফা মাহমুদ সিদ্দিক। তিনি বলেন, ‘এ ধরনের মহড়া দুর্বলতা শনাক্তের পাশাপাশি সংস্থাগুলোর সমন্বয় ও প্রস্তুতি যাচাইয়ের গুরুত্বপূর্ণ মাধ্যম। যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

তিনি আরো জানান, সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম ইতোমধ্যে দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছে। রানওয়ে ওভারলে কাজের ৭০ শতাংশ সম্পন্ন, নতুন এপ্রোন/টারমার্ক নির্মাণ শেষ, ১২ হাজার ফিট পেরিমিটার রোড সম্পন্ন এবং বাকি তিন হাজার ফিট কাজ চলমান। এসব উন্নয়ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগব্যবস্থাকে আরো গতিশীল করবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো: আসিফ ইকবাল, সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহবুব খান, সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ.কে.এম বাহাউদ্দিন জাকারিয়াসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।


আমার বার্তা/এমই