সরকারি লালবীজ বাদে বাজারের বীজে ঝুঁকছেন ভৈরবের পাট চাষিরা

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১১:৪৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

বাজার থেকে পাট বীজ কিনে বাম্পার ফলন ও ভালো বাজার দরে খুশি ভৈরবের পাট চাষিরা। কিন্তু সরকারি বিনামূল্যের পাট বীজ নিয়ে লোকসানে ২ হাজার চাষি। তাই সরকারি সহায়তায় পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। তবে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস কৃষি বিভাগের।

সোনালি আঁশে সয়লাব কৃষকের মাঠ। বাজার থেকে বীজ কিনে ভালো ফলন পেয়েছেন ভৈরবের পাট চাষিরা। সবুজ কেনাফ ও দেশীয় জাতের পাটের বাম্পার ফলন হয়েছে। বাজার দরও ভালো পেয়ে খুশি কৃষকরা। তারা বলছেন, পাটের বাম্পার ফলন হয়েছে। দামও ভালো মিলছে।
 
তবে সরকারের দেয়া দেশীয় লালবীজ বপন করে লোকসানে জেলার দুই হাজার চাষি। ফলন কম ও বাজার দরে মণ প্রতি ৫শ টাকা কমের কারণে লোকসানের মুখে তারা। তাই সরকারি বীজের প্রতি আগ্রহ হারিয়ে কৃষকদের নির্ভরতা বাড়ছে বাজারের বীজের ওপর।
 
চাষিরা বলেন, সরকারের লালবীজ রোপণ করে ফলন কম হয়। দামও তুলনামূলক কম। এর চেয়ে বাজারের বীজে ফলন ও দাম দুইই ভালো।
 
এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকদের তথ্য যাচাই বাছাইয়ের পর তাদের ক্ষতিপূরণ দিতে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ভৈরব উপজেলা পাট সম্প্রসারণ কর্মকর্তা শিহাব উদ্দিন জানিয়েছেন, ক্ষতির পরিমাণ সম্পূর্ণ পূরণ করা সম্ভব নাও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষতি পূরণের চেষ্টা করা হবে।
 
উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগম বলেন, কৃষকরা এখন পাট কাটার কাজ করেছেন। এবার বাজারদর ভালো থাকায় আশা করা যায়, আগামীতে ভৈরবে পাটের আবাদ আরও বাড়বে।
 
উল্লেখ্য, চলতি বছর ভৈরবে ৩২০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে।

আমার বার্তা/এল/এমই