নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নাটোর ও সিরাজগঞ্জ জেলার বাস শ্রমিকদের দ্বন্দ্বে প্রায় এক ঘণ্টা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা। এতে করে রাজশাহী থেকে নাটোর হয়ে দেশের সব জেলার সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি কাউছার হোসেন জানান, যাত্রী ওঠানো নিয়ে গতকাল শুক্রবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নাটোরের সোমা পরিবহনের সঙ্গে সিরাজগঞ্জের রত্না পরিবহনের সুপারভাইজারদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।
এর জেরে শনিবার সকালে সিরাজগঞ্জে নাটোর মালিকের ৩টি বাস আটকে শ্রমিকদের মারপিট করে সেখানকার শ্রমিকরা।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে নাটোর বড় হরিশপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে পরিবহন শ্রমিকরা। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল শুরু হয়।
নাটোর সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, উভয় জেলার শ্রমিকদের সঙ্গে আলোচনা করা সমাধানের উদ্যোগ নেয়া আশ্বাসে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
আমার বার্তা/এল/এমই