চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে প্রবাসী খুন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ নেতা ও অপহরণ মামলার প্রধান আসামি ফাহিমের ছুরিকাঘাতে মামুন নামের এক প্রবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মামুন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন। পূর্বশত্রুতার জেরে ফাহিম ধারালো ছুরি দিয়ে মামুনকে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকে আসামি ফাহিম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আমার বার্তা/এল/এমই