২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞায় ৩০ কেজি চাল পাবেন বেকার জেলেরা

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১২:৪৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইলিশের প্রজনন নিরাপদ এবং নির্বিঘ্ন করতে শুরু হচ্ছে সাগর ও অভয়াশ্রমে ২২ দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা। এ সময় বেকার হয়ে পড়েন জেলেরা। তবে নিষেধাজ্ঞা চলাকালে প্রত্যেক জেলে পরিবারকে ৩০ কেজি করে চাল দেবে সরকার।

মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে আগামীকাল শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর সাগর ও দেশের সব অভয়াশ্রমে ইলিশ শিকার, পরিবহন ও বিপণন, মজুতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

চাঁদপুরে প্রায় অর্ধলাখ জেলে রয়েছেন। ২২ দিনের নিষেধাজ্ঞার খবরে এরই মধ্যে নৌকা ও ট্রলার নিয়ে তীরে ভিড়ছেন মাঝিমাল্লারা। বাড়ি ফিরেই তাদের বেকার দিন পারতে করতে হবে।
 
জেলেদের অভিযোগ, দেশে ইলিশ ধরা বন্ধ হলেও ভারতীয় জেলেরা সাগরে মাছ ধরে। পরে দেশের জেলেরা পানিতে নেমে মাছের দেখা পায় না। এছাড়া নিষেধাজ্ঞার সময় সরকারি খাদ্য সহায়তাও মেলে না ঠিকমতো। শুধু সংসার চালানোর খরচ নয়, জাল ও নৌকা তৈরি করতে ঋণের চাপও বহন করতে হয় তাদের।
 
এ কারণে অনেকে বাধ্য হয়ে আইন ভঙ্গ করে নদী ও সাগরে নামেন। সঠিক সময়ে খাদ্য সহায়তা বিতরণ ও প্রতিবেশী দেশের সঙ্গে মিলিয়ে নিষেধাজ্ঞার সময় নির্ধারণের দাবি জানিয়েছেন জেলেরা।
 
তবে এবছর জেলেদের খাদ্য সহায়তা সঠিক সময়ে পৌঁছানোর আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
 
তিনি বলেন, ‘চাঁদপুরে নিবন্ধিত জেলের সংখ্যা ৫০ হাজারের বেশি। তাদের মধ্যে ৪৩ হাজার জেলে চলতি মাসের ২২ দিনের এই নিষেধাজ্ঞার সময় ৩০ কেজি করে সরকারি খাদ্য প্রণোদনার চাল পাবেন।’
 
জেলা প্রশাসক আরও বলেন, ‘অনেক সময় চাল বিতরণ নিয়ে নয়ছয় হয়। জনপ্রতিনিধিদের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া যায়। তবে এবার সেই সুযোগ নেই। ৩০ কেজি চালের প্রতি বস্তার মুখ সেলাই করা থাকবে। যাতে সবাই সমপরিমাণ চাল বুঝে পায়।’
 
নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ ধরা ঠেকাতে এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন বলেও জানান জেলা প্রশাসক।

আমার বার্তা/এল/এমই