জামালপুর জেলা ক্লিনিক মালিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী অধ্যাপক হারুনুর রশীদ

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১৫:৩৭ | অনলাইন সংস্করণ

  মাদারগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি:

ছবি : প্রতিনিধি

আগামী ৪ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন।  এ নির্বাচনে সভাপতি পদে ব্যালট নং-২ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, সমাজসেবক ও ব্যবসায়ী অধ্যাপক হারুনুর রশিদ।

অধ্যাপক হারুনুর রশিদ এভার গ্রীন লাইফ জেনারেল হাসপাতাল লিমিটেড জামালপুর এর চেয়ারম্যান। এ ছাড়াও তিনি , জামালপুর জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির সর্বশেষ  সভাপতি।

তিনি সকল ভোটারদের উদ্দেশ্যে বলেন— “আসন্ন নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট, দোয়া, সমর্থন ও সহযোগিতা আমার কাম্য। আমি বিশ্বাস করি, আপনাদের সহযোগিতায় ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেক্টরে সেবার মান আরও উন্নত হবে এবং সংগঠনকে আরও গতিশীল করা সম্ভব হবে।”

অধ্যাপক হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে তার ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত।